Official Portal — EIIN 125761
0 Students | 0 Teachers | 0 Staff
logo
সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়
সাতবাড়ীয়া, সুজানগর, পাবনা।
স্থাপিত : ০১-০১-১৯৬৬

প্রতিষ্ঠান পরিচিতি

প্রতিষ্ঠানের পরিচিতি


সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়: এক ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন

পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নে অবস্থিত সাতবাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়, নারী শিক্ষার প্রসারে এক উজ্জ্বল দৃষ্টান্ত । ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি সুজানগর উপজেলার প্রথম বালিকা উচ্চ বিদ্যালয় । বিশিষ্ট শিক্ষানুরাগী ডাঃ মনমথনাথ চৌধুরী এবং তাঁর স্ত্রী শ্রীমতি বিভাবতী চৌধুরীর দূরদর্শিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টির গোড়াপত্তন হয় । প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি মানসম্মত শিক্ষা প্রদানে অবিচল ।

শিক্ষাব্যবস্থা ও অর্জন

এই বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক হিসেবে ১৯৬৬ সালের ৭ জানুয়ারি এবং মাধ্যমিক হিসেবে ১৯৭০ সালের ১ জানুয়ারি স্বীকৃতি লাভ করে । শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এখানে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু আছে । একাডেমিক ফলাফলের দিক থেকে এটি পাবনা জেলার অন্যতম সেরা প্রতিষ্ঠান । বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে বর্তমানে প্রকৌশলী, ডাক্তার, শিক্ষক এবং পরমাণু বিজ্ঞানীসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ পদে কর্মরত আছেন ।

একাডেমিক শিক্ষার পাশাপাশি বিদ্যালয়টি সহশিক্ষা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেয়। ছাত্রীরা নাচ, গান, বিতর্ক প্রতিযোগিতা এবং ক্রীড়া অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় পর্যায়েও পুরস্কার লাভ করেছে । বিদ্যালয়টি ২০১৬ সালে উপজেলায় "শ্রেষ্ঠ প্রতিষ্ঠান" এবং এর প্রধান শিক্ষক ২০১৯ সালে "শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান" হিসেবে পুরস্কৃত হন ।